অনলাইন ডেস্ক : পবিত্র রজনী শবেবরাত উপলক্ষে রাজধানীসহ সারা দেশের মসজিদে এখন মুসল্লিদের উপচে পড়া ভিড়।

ধর্মপ্রাণ মুসলিমরা বাদ মাগরিব থেকে মসজিদে জড়ো হতে শুরু করেন। আল্লাহর নৈকট্য লাভ এবং গুনাহ থেকে ক্ষমা পেতে নফল এবাদত বন্দেগিতে রাতভর মশগুল থাকবেন তারা।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের প্রতিটি মসজিদে বিশেষ ওয়াজ মাহফিল ও জিকির-আজকার অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিবছরের মতো এবারও ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম মসজিদে রাতে ওয়াজ মাহফিল, কোরআন তিলাওয়াত, হামদ, নাত, জিকির, মিলাদ, কিয়াম ও দোয়ার আয়োজন করেছে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মাগরিবের নামাজের পর থেকে শুরু হওয়া বিশিষ্ট আলেমদের বয়ান চলবে রাতভর। ফজরের নামাজের পর দোয়ার মধ্য দিয়ে শেষ হবে ওয়াজ মাহফিল। এ ছাড়া বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।

এদিন রাতে নফল নামাজের পাশাপাশি কোরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাত করে পরিবার, দেশ ও জাতির কল্যাণ কামনা করছেন মুসল্লিরা।

শবেবরাত উপলক্ষে বুধবার সরকারি ছুটি। সংবাদপত্র প্রকাশিত হবে না। তবে সংবাদপত্রগুলোতে আজ প্রকাশিত হয়েছে বিশেষ নিবন্ধ। সরকারি-বেসরকারি টেলিভিশন ও রেডিও চ্যানেলে প্রচারিত হচ্ছে বিশেষ অনুষ্ঠানমালা।

শবেবরাতের পবিত্রতা রক্ষায় রাজধানীতে বিস্ফোরকদ্রব্য, আতশবাজি, পটকা ও অন্যান্য ক্ষতিকারক দ্রব্য বহন এবং ফাটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।