দিবাকর সরকার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: বাংলাদেশ তথা সারা বিশের মানুষ যখন করোনা আতঙ্কে সামাজিক বিচ্ছিন্নকরণ করে নিজ নিজ ঘরে বসে সৃষ্টিকর্তাকে স্মরণ করছে ঠিক তখনও কলাপাড়ার মহিপুরে কতিপয় মানুষ অন্যের জমিতে জোর করে ঘর তোলার মত অন্যায় কাজে লিপ্ত হচ্ছে। লগডাউন এর সুযোগ নিয়ে পটুয়াখালীর মহিপুরে সংখ্যালঘুর জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।
মহিপুর থানাধীন পুরানমহিপুর গ্রামের নারায়ণ সরকার অভিযোগ করে বলেন তার পৈতৃক
সূত্রে পাওয়া জমি থেকে ৬০ বছর আগে তার কিছু জমি পানি উন্নয়ন বোর্ড একর করে
বেরিবাধ নির্মাণ করার পরে কিছু অবশিষ্ট জমি থাকলে সেই জমি তিনি পানি উন্নয়ন
বোর্ড থেকে বন্দোবস্ত নিয়ে ভোগদখল করে আসছেন তিনি।
এমতবস্থায় একই গ্রামের রায়হান মীর (৩০),ফারুক মৃধা (৪০),কালাম চৌকিদার
(৫০), জাহাঙ্গীর ও খলিল অবৈধভাবে জোরপূর্বক ৩০ রের্কডিও সহ ৩০শতংস বন্দবস্থ
জমিতে প্রবেশ করে ঘড় নির্মাণ করে।
তিনি আরো জানান অভিযুক্তদের ঘড় নির্মানে বাধা দেওয়া হলেও তারা না সোনায় তিনি
থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে মহিপুর থানা পুলিশ অভিযুক্তদের ঘড় নির্মাণ কজ বন্ধ করে দেয়।
এ বিসয়ে অভিযুক্তদের মধ্যে কালাম বলেন আমাদের কোন রেজেষ্টি কোনো দলিল নেই
সরকারি জমিতে আমরা ঘড় নির্মাণ করেছি , এখন আমাদের উচ্ছেদ করা হলে আমরা কোথায়
যাবো।