মাটিরাঙ্গায় নিহতের ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। 

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশনের প্রধান নাছিমা বেগম বলেন, বিজিবি কর্তৃপক্ষ কোনোভাবেই এ হত্যাকাণ্ডের দায় এড়াতে পারে না। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। সেখানে গুলি চালানোর মতো পরিস্থিতির উদ্ভব হয়েছিল কিনা, এ বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া এবং এ বিষয়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।