সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে নিজ জমি থেকে মাটি কাটতে বাঁধা দেয়ায় সন্ত্রাসী হামলা চালিয়ে মুক্তিযোদ্ধা আবু হানিফের ডান হাত ভেঙ্গে দেয়া হয়েছে।পা ও মাথায় গুরুতর যখম অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৫ ডিসেম্বর) উপজেলার কড়ইবাড়িয়া গ্রামে।
জানা গেছে,উপজেলার কড়ইবাড়ীয়া গ্রামের মুক্তিযোদ্ধা আবু হানিফের খাস জমি থেকে কয়েকদিন পর্যন্ত মাটি কেটে নিচ্ছে পার্শ্ববর্তী ওহাব শরীফ ও তার লোকজন।মুক্তিযোদ্ধা আবু হানিফ তার জমি থেকে মাটি কাটতে বাঁধা দেয়ায় প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা চালায়।হামলায় মুক্তিযোদ্ধার ডান হাত ভেঙ্গে যায়।গুরুতর আঘাত হয় পা ও মাথায়।গুরুতর অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
তালতলী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম আলী হাওলাদার জানান,মুক্তিযোদ্ধার উপর সন্ত্রসী হামলা হয়েছে। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তালতলী থানার ওসি পুলক চন্দ্র রায় জানান,মুক্তিযোদ্ধার উপর হামলার ঘটনা ঘটার অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।