ফাইল ছবি

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর দৌলতপুর থানাধীন রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলামিন  দৌলতপুর দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা এলাকার মো. মুন্সির ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নেশাগ্রস্ত অবস্থায় রেললাইনের রাস্তা ধরে হাঁটছিলেন আলামিন। এ সময় ছুটে আসা দ্রুতগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়লে বাম পায়ের ওপর দিয়ে ট্রেনের চাকা চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খবির আহমেদ বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।