অনলাইন ডেস্ক : রাজধানীর খিলগাঁও ও রামপুরা এলাকায় মাদকবিরোধী অভিযানে সন্দেহভাজন হিসেবে আটক ৪৩ জনের মধ্যে ছিলেন মেহেদী হাসান আল আমিন ও শামীম চৌধুরী। শনিবার তাদের আটকের পর প্রিজন ভ্যানে উঠিয়ে থানায় নেওয়া হয়। পথেই তারা সঙ্গে থাকা মোবাইল ফোন দিয়ে প্রিজন ভ্যান থেকে ফেসবুকে লাইভ শুরু করেন। অভিযান ও সরকারের বিরুদ্ধে নানা কটূক্তি করেন তারা। ওই দিন যাচাই করে তাদের ছেড়ে দেওয়া হলেও বিষয়টি নজরে আসার পর রোববার দু’জনকেই গ্রেফতার করা হয় ওই অপরাধে।
পুলিশ জানিয়েছে, ওই দুই ব্যক্তি প্রিজন ভ্যানের ভেতর থেকে ফেসবুক লাইভে প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর পরিবার ও পুলিশের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়িয়েছেন। তারা উস্কানিমূলক কথাও বলেছেন। এ জন্য তাদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের সাইবার ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল ইসলাম বলেন, গ্রেফতার দুই ব্যক্তির কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার এবং ফেসবুকে লাইভ করার কাজে ব্যবহূত ফেসবুক আইডিগুলো পুলিশের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।
পুলিশ কর্মকর্তারা বলছেন, চলমান মাদকবিরোধী অভিযানকে প্রশ্নবিদ্ধ করতে ওই দুই ব্যক্তি পরিকল্পিতভাবেই ঘৃণা ছড়িয়েছে।