লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, মানুষের মানবিক গুণাবলীর অগ্রগতির মধ্য দিয়েই দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্পূর্ণতা পায়। এজন্যে সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে অন্তরের সুকুমার বৃত্তিরও বিকাশ ঘটাতে হবে। মন্ত্রী বৃহস্পতিবার রাতে নাটোরের কানাইখালী মাঠে তিনদিনব্যাপী চলনবিল আঞ্চলিক সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য ও দক্ষ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি সাধিত হচ্ছে। উন্নয়নের জন্যে রাজনৈতিক নেতৃত্বেও পাশে সাংস্কৃতিক কর্মী, শিক্ষাবিদ, কবি, সাহিত্যিকদের পাশে থাকা উচিৎ।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গুণী মানুষের সাহচর্যে থাকতেন। তিনি সব সময় বই পড়তেন। আসাদুজ্জামান নূর আরও বলেন, ছেট্ট বাচ্চাদের পড়াশুনার চাপে জীবনকে বিপন্ন না করে তাদেরকে ছবি আঁকা, আবৃত্তি, খেলাধূলা এবং গান-বাজনা চর্চার সুযোগ করে দিয়ে সাংস্কৃতিবান ও জ্ঞানী হিসেবে গড়ে তুলতে হবে। এতেই মাদকমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্য সফল হবে।
স্থানীয় সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন ও পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্তৃজা আলী বাবলু, জাতীয় রবীন্দ্র সংগীত সম্বিলন পরিষদের সহ-সভাপতি আমিনুল হক বাবুল এবং চলনবিল আঞ্চলিক উৎসব কমিটির আহবায়ক অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায়।
নাটোরে এই প্রথমবারের মতো আয়োজিত এধরনের আঞ্চলিক সম্বেলনে রাজশাহী বিভাগের আট জেলার সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে স্থানীয় গুণী শিল্পী ও কলাকুশলীরা ২৭ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত তিনদিনের প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত নাচ-গান, গম্ভীরা, বারসিয়া, নাটক, যাত্রাপালা, ও আবৃত্তি সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকান্ড পরিবেশন করবেন।