তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা দেশের জন্য উন্নয়নের কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের শান্তি, প্রগতি, সমৃদ্ধি এবং উন্নয়ন অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার ধানমন্ডি লেগভিউ জামে মসজিদের সামনে থেকে তৃতীয় দিনের গণসংযোগ শুরু করার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বিশ্বে উন্নত দেশ হবে বাংলাদেশ, সেই জায়গায় পৌঁছাতে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। এ দেশের জনগণ আমাদের শক্তি। আমরা মানুষের কাছে ফিরে যাই, তাদের সঙ্গে সংযোগ স্থাপন করার জন্য।
তৃতীয় দিনের গণসংযোগে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোর্শেদ কামাল, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেব খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ স্থানীয় নেতারা।