২৪ বছর বয়সী এই ডিফেন্ডার আয়াক্সের হয়ে দুটি লিগ শিরোপা জয় করেছেন। ইউনাইটেডের নতুন বস এরিক টেন হাগ তখন আয়াক্সের দায়িত্বে ছিলেন। নতুন চুক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত ওল্ড ট্র্যাফোর্ডেই থাকবেন মার্টিনেজ। আরো এক বছর চুক্তি বাড়ানোর শর্ত রয়েছে।
আর্জেন্টাইন এই সেন্টার-ব্যাক ইউনাইটেডের ওয়েবসাইটে বলেছেন, ‘বিশ্বের অসাধারণ একটি ক্লাবে যোগ দিতে পারাটা সত্যিই সৌভাগ্যের। এই মুহূর্তটির জন্য আমি অনেক পরিশ্রম করেছি। এখন আমি এখানে। নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাবার জন্য যা যা করা প্রয়োজন সেটাই করার চেষ্টা করে যাব।’
তিনি আরো বলেন, ‘ক্যারিয়ারে বেশ কিছু সফল ক্লাবের অংশ হতে পেরে আমি গর্বিত। এ কারণেই আমি ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা চালিয়ে যেতে চাই। জানি এখানে টিকে থাকাটা মোটেই সহজ নয়। কিন্তু আমি বিশ্বাস করি ম্যানেজার, কোচিং স্টাফ ও নতুন সতীর্থদের নিয়ে সবাই মিলে অবশ্যই ভাল কিছু করতে পারবো।’
ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবল পরিচালক জন মুরটাফ বলেছেন, ‘লিসান্দ্রো একজন দুর্দান্ত খেলোয়াড়। এরিক টেন হাগের দলে আরো বেশী অভিজ্ঞতা ও নিজের যোগ্যতা দিয়ে সে নিজেকে প্রমান করতে পারবে।’
আয়াক্স জানিয়েছে মার্টিনেজের ট্রান্সফার ফি বাবদ ৫৭.৩৭ মিলিয়ন ইউরোর চুক্তি নিয়ে ইউনাইটেডের সাথে সমঝোতা হয়েছে। সব মিলিয়ে এর পরিমান ৬৭.৩৭ মিলিয়ণ ইউরো পর্যন্ত বাড়তে পারে বলে ইঙ্গিত রয়েছে।