দর্পণ ডেস্ক : করোনার সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক পরা অত্যাবশ্যক। ‍চিকিৎসকরা সে পরামর্শই দিয়ে থাকেন। কিন্তু তারপরও মাস্ক পরাতে অনাগ্রহ অনেক মানুষের। এরকম দায়িত্বহীন মানুষদের শায়েস্তা করতে তাই ব্যবস্থা নেয় মধ্যপ্রাচ্যের দেশ কাতার।

মাস্ক না পরলে তিন বছরের কারাদণ্ডের বিধান করেছে দেশটির সরকার। সেই সঙ্গে গুণতে হবে জরিমানাও। খবর গালফ নিউজের

করোনার বিস্তার বাড়তে থাকায় এমন পদক্ষেপ নিয়েছে দেশটির প্রশাসন। এখন পর্যন্ত কোন দেশেই এমন শাস্তির ব্যবস্থা করা হয়নি। মাস্ক না পরার জন্য কাতারেই বিশ্বের সবচেয়ে কঠোর শাস্তির বিধান করা হলো।

কাতার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ আইন অমান্য করে মাস্ক না পরলে তাকে তিন বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। একই সঙ্গে ৫৫ হাজার ডলার জরিমানা দিতে হবে।

দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩০ হাজার ৯৭২ জন। অর্থাৎ দেশটির ১ দশমিক ১ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় মারা গেছে ১৫ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৩ হাজার ৭৮৮ জন।
কাতারে বর্তমানে ২৭ লাখের বেশি মানুষ বসবাস করে।