দর্পন ডেস্ক : ছেলে নমল রাজাপাকসে শনিবারই জানিয়েছিলেন, মাহিন্দা রাজাপাকসে আজ প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেবেন। রনিল বিক্রমাসিংহের শিবির তবু ভরসা রাখতে পারছিলেন না। ভাবটা, না আঁচালে বিশ্বাস নেই। অবশেষ পদত্যাগ করলেন রাজাপাকসে। প্রধানমন্ত্রীর পদ থেকে সড়ে যেতে বাধ্য হলেন তিনি। স্বস্তি ইউএনপি শিবিরে। সোমবার সকালে ফের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন রনিল বিক্রমাসিংহে।
কলম্বোর নিম্ন আদালত রাজপাকসেকে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার নির্দেশ দিয়েছিেলন আগেই। সেই রায়ের উপরে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন রাজাপাকসে। কিন্তু সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিতে অস্বীকার করেন শনিবার। আর প্রধানমন্ত্রিত্ব ধরে রাখার কোনো পথ খুঁজে পাননি রাজাপাকসে। আগামী নির্বাচনে জিতে ক্ষমতায় ফেরার অপেক্ষায় রইলেন তিনি। এ দিন পদত্যাগ করার পরে জাতির উদ্দেশে ভাষণে খোলাখুলিই সে কথা জানিয়েছেন রাজাপাকসে।
তিনি জানান, আগামী সাধারণ নির্বাচনে জিতে আসার আগে প্রধানমন্ত্রী পদে থাকতে চান না। অহেতুক প্রধানমন্ত্রী থেকে প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনাকেও বিপাকে ফেলতে চান না তিনি।
পার্লামেন্টে যে রনিলের ইউনাইটেড ন্যাশনাল পার্টিই (ইউএনপি) সংখ্যাগরিষ্ঠ, সে কথা স্বীকার করে নিলেও রাজাপাকসের দাবি, এই সংখ্যাগরিষ্ঠতা বেশি দিন থাকবে না। দেশের মানুষ সরকারের পরিবর্তন চাইছে। আপাতত তা মুলতবি থাকল মাত্র। এখনই নির্বাচন না হলেও আগামী দিনে মানুষের প্রত্যাশা পূরণ হবেই। কেউ আটকাতে পারবে না।
গত ২৬ অক্টোবর রনিলকে সরিয়ে প্রেসিডেন্ট সিরিসেনা প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছিলেন রাজাপাকসেকে। পাকসে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারায় পার্লামেন্ট ভেঙে দিয়ে জানুয়ারিতে ভোটও ঘোষণা করে দেন প্রেসিডেন্ট। চরম রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয় দেশটিতে। রাজাপাকসের দাবি, ২৬ অক্টোবরের পর থেকে যা ঘটেছে তাতে দেশ উপকৃত হয়েছে। কী ভাবে? সেই ব্যাখ্যা মেলেনি রাজাপাকসের ভাষণে।
সিরিসেনার সিদ্ধান্তের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো যে মামলা করেছে, সুপ্রিম কোর্টে তার শুনানি হবে সোমবার। তার আগেই দেশের সব রাজনৈতিক দলকে নিজেদের বক্তব্য লিখিতভাবে আদালতে জমা দিতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।
রনিলের দল ইউএনপি জানিয়েছে, দীর্ঘ আলোচনার পরে প্রেসিডেন্ট সিরিসেনা বিক্রমসিংহেকে প্রধানমন্ত্রী পদে ফেরাতে মত দিয়েছেন। ইউএনপি-র সাধারণ সম্পাদক এবি কারিয়াওয়াসাম জানিয়েছেন, প্রেসিডেন্টের সচিবালয় জানিয়েছে, সোমবার সকালেই বিক্রমসিংহে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর, সোমবার শপথ নেবে ৩০ সদস্যের মন্ত্রিসভা। আনন্দবাজার