দর্পণ ডেস্ক : চিত্রনায়িকা মাহিয়া মাহি ও নায়ক ইমন জুটি বেঁধে একটি ওয়েব ফিল্মে অভিনয় করার কথা ছিল। যেটার নাম ‘কাগজের বউ’। চয়নিকা চৌধুরীর পরিচালনায় এর শুটিং শুরু হয়েছে শুক্রবার (১৭ ডিসেম্বর) থেকে। তবে ফিল্মটিতে অভিনয় করছেন না মাহি। কয়েকদিন আগেই সামাজিক মাধ্যমে তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সরে দাঁড়ান।
মাহির পরিবর্তে ‘কাগজের বউ’ ওয়েব ফিল্মে নায়িকা হয়েছেন পরীমনি। খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা নিজেই। শুটিং সেটে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি বিষয়টি প্রকাশ্যে এনেছেন। চয়নিকা চৌধুরী বলেন, ‘পরীমনি চিকিৎসার জন্য হাসপাতালে ছিলেন। সেখান থেকে সোজা শুটিং স্পটে হাজির হন। এজন্য আগের যে শুটিং করা জন্য জায়গা ছিল তা পরির্বতন করা হয়েছে। ঢাকার কাছে এই সিনেমার শুটিং করা হচ্ছে। এ সিনেমায় ইমন ও পরীমনি ছাড়াও অভিনয় করছেন অভিনেতা ডি এ তায়েব, আবুল হায়াৎ প্রমুখ।