– চৈতী হাওলাদার

ঢাকে কাঠি, শঙ্খধ্বনি
মায়ের আগমনী,
মা মা বলে জয়ধ্বনি
চারিদিকে শুনি।

মা যে এলো বছর ফিরে
আমাদেরই ঘরে,
তাইতো আজ সবার মন
আনন্দতে ভরে।

মায়ের আর্শিবাদেই হবে পূরণ
মনের সকল ইচ্ছা
আগমনির সঙ্গে ছিলাম
শারদীয়ার শুভেচ্ছা।।