সমুদ্রের তীরে মায়ের সঙ্গে থাকতো একটি বাচ্চা কাঁকড়া। সে সোজা হয়ে হাঁটতে পারতো না, আঁকাবাঁকা হাঁটতো। এটি দেখে মা কাঁকড়া তাকে বললো, তুমি কেন আঁকাবাঁকা হাঁটো? তোমার উচিত পা সামনে রেখে সোজাসুজি হাঁটা।

মায়ের কথা শুনে বাচ্চা কাঁকড়া বললো, মা, আমি তো জানি না কীভাবে সোজা হাঁটতে হয়। তুমি আমাকে দেখিয়ে দাও।

এ কথা শুনে মা কাঁকড়া পা সোজা করে সরলরেখায় হাঁটার চেষ্টা করলো। কিন্তু কিছুতেই সে সোজা হাঁটতে পারছিল না। অনেক চেষ্টার পরও তার চলার পথ আঁকাবাঁকা হয়ে যাচ্ছিল। তাই বিরক্ত হয়ে একসময় সে সোজা হাঁটার চেষ্টা বাদ দিলো।

শিক্ষণীয় বিষয়: উপদেশের চেয়ে উদাহরণ বেশি কার্যকর।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
এফএম/এএ