অনলাইন ডেস্ক :কিছুদিন আগে বলিউড অভিনেত্রী কাজল তার নতুন ছবি ‘হেলিকপ্টার ইলা’ ছবির প্রথম পোষ্টার প্রকাশ করেন ইনস্ট্রাগ্রামে। তাতে শুধু কাজলের হাত দেখা গেছে।এবার প্রকাশিত হলো ছবিটির নতুন পোস্টার। এতে দেখা গেছে, ছেলের পিঠের একপাশে ঝুলছে ব্যাগ,মাটিতে হাঁটু মুড়ে বসে এক হাতে সুতা দিয়ে নিজের ছেলেকে ধরে রেখেছেন কাজল। এখানে ছেলের ভূমিকা অনেকটা পুতুলের মতো। আর মা সুতা দিয়ে টেনে ছেলের জীবন নিয়ন্ত্রণ করছেন।
দ্বিতীয় পোষ্টারটি কাজলের স্বামী অজয় দেবগনও তার ইনস্ট্রাগ্রামে প্রকাশ করেছেন। সেখানে লিখেছেন,’ সন্তান পালনের ক্ষেত্রে ২০১৮ সালের বাবা-মায়ের পদ্ধতি নিয়েই তৈরি হয়েছে ‘হেলিকপ্টার ইলা’ ছবিটি’।
ছবিতে কাজল একজন কঠোর মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। আর ছেলের ভূমিকায় দেখা যাবে রিদ্ধি সেনকে।কাজল এর আগে ছবিতে তার চরিত্রটি সম্পর্কে কথা বলেছেন। সেখানে তিনি বলেছেন, ‘একজন মা হিসেবে, আমি ইলা চরিত্রের সঙ্গে নিজের মিল খুঁজে পেয়েছি। ইলা তার সন্তানকে নিঃস্বার্থ ভাবেই ভালোবাসে এবং তার জীবন ছেলেকে ঘিরেই। কিন্তু যতই ছেলে বড় হতে থাকে ইলা বুঝতে পারে ছেলের জীবনে তার প্রয়োজনীয়তা ধীরে ধীরে কমে যাচ্ছে। ইলা অনেক মায়ের মতো নিজের স্বপ্ন ও ইচ্ছে ছেলের ওপর চাপাতে চায়।যখনই সন্তান বড় হতে থাকে বেশিরভাগ মা-ই এই পরিস্থিতির সামনে পড়েন। তখন মায়েরা মনে করেন, কীভাবে তিনি তার সন্তানকে ধরে রাখবেন? ‘হেলিকপ্টার ইলা’ বর্তমান সময়ের গল্প। এটা যতটা না একজন মায়ের গল্প তার চেয়ে বেশি তার ছেলের গল্প।‘
যেখানে ছেলের স্বপ্ন একজন গায়ক হওয়ার সেখানে একজন সিঙ্গেল মা কীভাবে তার স্বপ্ন ছেলের ওপর চাপাতে চেয়েছেন তাই দেখানো হয়েছে ‘হেলিকপ্টার ইলা’ ছবিতে।একজন সিঙ্গেল মায়ের সংগ্রামের কথাও বলা হয়েছে এতে।মা-ছেলের সম্পর্কের টানাপোড়ন ঘিরেই আবর্তিত হয়েছে ছবির কাহিনি।ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন অজয় দেবগন এবং জয়ন্তীলাল গাথা।
প্রদীপ সরকার পরিচালিত ‘হেলিকপ্টার ইলা’ ছবিটি মুক্তি পাবে আগামী ১৪ সেপ্টেম্বর।