দর্পণ ডেস্ক : বিপাশা বসু মা হতে যাচ্ছেন। সোনম-আনন্দ, আলিয়া-রণবীরের পর এবার হবু বাবা-মায়ের তালিকায় যুক্ত হলেন আরো এক তারকা জুটি। বাবা-মা হচ্ছেন করণ-বিপাশা। ১৬ অগস্ট সকালে ইনস্টাগ্রামে করণের সঙ্গে জোড়া ছবি শেয়ার করে এই সুসংবাদ দিয়েছেন বিপাশা নিজেই।
ইনস্টাগ্রামে বিপাশা লিখেছেন, ‘জীবনে একটা নতুন সময় আসতে চলেছে। নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। জীবনের প্রিজমে একটা নতুন স্বতন্ত্র আলোক রেখা যোগ হতে চলেছে। আমরা যা ছিলাম, তার থেকে আরো একটু বেশি পরিপূর্ণ হতে চলেছি।’ বিয়ের দুই মাসের মাথায় রণবীরকে পাশে নিয়ে ইউএসজির ছবি শেয়ার করে মা হওয়ার সুসংবাদ দেন আলিয়া। এবার বিপাশা-করণ। মঙ্গলবার সকালে করণকে সঙ্গে নিয়ে বিপাশা নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করেন। সুসংবাদ জানাতেই, তারকা জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন তারকা থেকে সাধারণরা।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.