দর্পণ ডেস্ক : রবিবার সকলে কন্যা সন্তানের জন্ম দেন নেহা। এটাই নেহা ধুপিয়া ও অঙ্গদ দেবীর প্রথম সন্তান। প্রসঙ্গত, গত মে মাসেই হঠাৎ চুপিচুপি দিল্লির এক গুরুদুয়ায় বিয়ের পিঁড়িতে বসেন নেহা ও অঙ্গদ। তখন থেকেই গুঞ্জন ছিল নেহা সন্তানসম্ভবা হয়ে পড়ার কারণেই তড়িঘড়ি বিয়ে পিঁড়িতে বসেন তাঁরা। যদিও প্রথম থেকে বিষয়টি নিয়ে চুপ থাকেন নেহা। পুরো বিষয়টিই অস্বাকীর করেন অঙ্গদ বেদী ও তাঁর পরিবারে। এমনকি নেহার বাবাও মিথ্যে গুজব বলে বিষয়টি উড়িয়ে দিয়েছিলেন।
পরে অবশ্য নেহা বেবি বাম্ব প্রকাশ্যে আসতে থাকে। তখন অঙ্গদ সোশ্যাল সাইটের মাধ্যে নেহার মা হওয়ার খবর স্বীকার করে নেন। নেহার বক্তব্য ছিল, তিনি সন্তানসম্ভবা জানতে পারলে কাজ পাওয়ার অসুবিধা হবে সেকারণেই তিনি প্রথমে বিষয়টি চেপে গিয়েছিলেন। এদিকে o Filter Neha নামে নেহা ধুপিয়ার একটি টক শোয়ের এসে বিয়ের আগেই নেহার মা হওয়ার কথাও জানিয়ে দেন। বলেন বিয়ের আগে নেহার সন্তান সম্ভবা হওয়ার খবর অঙ্গদ যখন তাঁর বাবা-মাকে জানিয়েছিলেন তখন তাঁর বাবা-মা ভীষণ বকুনি দিয়েছিলেন তাঁকে।
নেহার মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাসিত ভক্তরা। সকলেই নতুন বাবা-মাকে শুভেচ্ছা জানিয়েছেন।