দর্পণ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাংসদ ও নায়িকা মিমি চক্রবর্তীকে এবার দেখা যাবে ঢাকাই নায়ক নিরব হোসাইনের বিপরীতে। ইতোমধ্যে হয়েছে এর দৃশ্যধারণও। তবে মজার বিষয় হলো, সিনেমায় নয়, তারা কাজ করেছেন মিউজিক ভিডিওতে। আরফিন রুমির গাওয়া গান ‘তুই আর আমি’তে মডেল হয়েছেন। কৌশিক হোসেন তাপস ফিচারিং এ গানটির কথাগুলো এমন- তুই আর আমি, চল করি পাগলামী/ হয় হোক বদনামি, পৃথিবী দেখুক/ হোক প্রেমেরই জয়, করি না তো ভয়/ যদি হয় ভুল হোক, এভাবে চলুক।
এটি ‘গান বাংলা’ টিভি ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে তাপস ও রুমি গেয়েছিলেন। গতকাল (২০ ডিসেম্বর) মধ্যরাতে এর টিজার অবমুক্ত করেছে টিএম রেকর্ডস। তারা জানায়, এর ভিডিওটি দেশের বাইরে ধারণ করা হয়েছে। আর গানটির মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের এমন প্রজেক্টে যুক্ত হলেন টলিউডের জনপ্রিয় নায়িকা মিমি। ৩৩ সেকেন্ডের ‘তুই আর আমি’র টিজারে রোমান্টিক মুডে দেখা গেছে নিরব ও মিমিকে। এর ভিডিওটি পরিচালনা করেছেন কলকাতার খ্যাতনামা নির্মাতা ও নৃত্যশিল্পী বাবা যাদব। শিগগিরই পুরো গানটি অবমুক্ত হবে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.