“একজন মানুষ যে নিজের সাথে মিথ্যে বলে এবং সেগুলোকে সত্য বলে মনে করে, সে এক সময়ে আর নিজের ভেতরের অথবা তার চারপাশের সত্যগুলোকে শনাক্ত করতে পারে না। ফলে নিজ ও অন্যদের ওপরে সকল শ্রদ্ধা হারিয়ে ফেলে। এই শ্রদ্ধাহীনতা তার মধ্যে ভালোবাসা হীনতার সৃষ্টি করে। তখন সে নিজেকে ব্যস্ত ও অন্যদিকে ধাবিত করার উদ্দেশে আবেগ ও স্থুল আনন্দে গা ভাসিয়ে দেয়। ফলে পশুত্ব ও পাপাচারের ভেতরে নিমজ্জিত হয়। এই সবকিছুই ঘটে নিজের ও অন্যদের সাথে অবিরাম মিথ্যে বলার জন্যে।”

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.