নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় প্রজাপতি নামে যাত্রীবাহী একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে করছে।

রোববার (১১ নভেম্বর) বেলা ১টা ১০ মিনিটে এই আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস পরে মিরপুর ফায়ার সার্ভিস স্টেশন। খবর পেয়ে দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম এই তথ্য নিশ্চিত করেন।