অনলাইন ডেস্ক : এবার মিউজিক ভিডিওতে হাজির হয়েছেন ছোট পর্দার প্রিয় মুখ নিলয় ও শেহতাজ। কন্ঠশিল্পী মিলন এর ‘তুমি শুধু আমার’ শীর্ষক এই গানটি ইউটিউবে অবমুক্ত হয়েছে। লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে প্রকাশিত গানটির কথা লিখেছেন সজিব শাহরিয়ার। মিলনের সুরে গানটির মিউজিক কম্পোজ করেছেন এমএমপি রনি।
রোমান্টিক ঘরানার মেলোডি এই গানটি ব্যবহৃত হয়েছে ‘ভালো আছি ভালো থেকো’ শীর্ষক একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। মোহন আহমেদের পরিচালনায় এতে অভিনয় করেছেন নিলয় ও শেহতাজ।
গানটি প্রসঙ্গে মিলন বলেন, এই গানটিতে শ্রোতারা অন্যরকম একটা স্বাদ পাবেন। ভিন্ন মেজাজ আনার চেষ্টা করেছি এই গানে।
আসছে ঈদে একাধিক ব্যানারে মিলনের বেশ ক’টি গান রিলিজ হওয়ার কথা রয়েছে। একই কনটেন্ট প্রসঙ্গে নিলয় বলেন, শর্টফিল্মে ব্যবহৃত গানটি দারুণ হয়েছে। আশা করছি শোতারা নিরাশ হবেন না।
শেহতাজের জানান. কাজটি অনেক সুন্দর হয়েছে। দর্শকরা অন্যরকম স্বাদ পাবেন।