সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
তিনি আরো বলেন, শুধু উৎসব নয়, মুজিববর্ষ ঘিরে বিশেষ সেবা ও উন্নয়ন কর্মকাণ্ড বছরজুড়েই চলবে।
কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ১৭ মার্চে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান হবে।
ইলেক্ট্রনিক মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষ পর্যন্ত তাদের ঘরে বসে কিংবা প্রতিষ্ঠানে বসে এই অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন, আমার একমাত্র স্বপ্ন হচ্ছে দেশের মানুষ যেন অন্ন, বস্ত্র বাসস্থান পায়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর এই অনুষ্ঠানটাকে আমাদের কমিটি এবং সরকার মিলে সেবা ও উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করবো।
মুজিববর্ষে আমন্ত্রিত বিদেশি অতিথিদের ব্যাপারে তিনি বলেন, আপাতত এ বিষয়ে তেমন কিছু বলা যাচ্ছে না। তবে আগামীকাল (মঙ্গলবার) পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে ব্রিফ করবেন।
কমিটির সভায় সরকারে গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণায়রের মন্ত্রী, উপমন্ত্রী, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।