করোনার প্রভাব পড়েছে কলকাতার মুরগির বাজারেও। শুধু কলকাতাতেই নয় গোটা পশ্চিমবঙ্গে করোনা ছড়িয়ে পড়া গুজব আর নানারকম ভুয়া পোস্টের জন্য একধাক্কায় শহরে মুরগির মাংসের বিক্রি কমে গেছে প্রায় ৩০ থেকে ৫০ শতাংশের কাছাকাছি।
ভারতের এইসময় জানায়, এই পরিস্থিতিতে নতুন ফন্দি এঁটেছেন সোদপুরের সুখচর বাজারের মুরগির মাংসের বিক্রেতারা। মাংস কিনলেই আড়াইশো গ্রাম করে পেঁয়াজ ফ্রি দিচ্ছেন তারা।
রাজ্যের মুরগির মাংস বিক্রেতাদের ভাষ্য, এই ধরণের গুজব ছড়ানোর কোনও অর্থ হয় না। এক বিক্রেতা বললেন, ‘আমরা ক্রেতাদের বোঝানোর চেষ্টা করছি, বিশেষ করে যারা আমাদের প্রতিনিয়ত আসে।সোশ্যাল মিডিয়ায় যা পড়ছেন তার কিছুই সত্যি নয়। ওগুলো সবই গুজব। তিনি আরও বলেন, এতে করে আমাদের বিক্রিবাট্টা তলানিতে এসে ঠেকেছে।
পশ্চিমবঙ্গ পোল্ট্রি ফেডারেশনের ডেনারেল সেক্রেটারি মদন মোহন মাইতি বলেন, ‘বিগত পাঁচ দিনে মুরগির মাংসের বিক্রি প্রায় ৪০ শতাংশ কমেছে। তার সঙ্গে দামও কমেছে প্রায় ২০ থেকে ৩০ শতাংশ।’ মদন মোহন আরও যোগ করে বললেন, ‘এমনতর গুজব ছড়ানোর কারণে পোল্ট্রির ডিম এবং মাংস বিক্রিতে যে ভাঁটা পড়েছে তার কারণে ৩০০ কোটি টাকার মতো ক্ষতি হতে চলেছে। গত মাসের তুলনায় এই মাসের মুরগির মাংসের হোলসেল দাম প্রায় ৫০ শতাংশ কমে গেছে।’