অনলাইন ডেস্ক : নিজেকে আধ্যাত্মিক গুরু বলে দাবি করে মৃত ব্যক্তিকে জীবিত করার বৃথা চেষ্টা চালালেন ইথিওপিয়ার আয়েলে নামের এক ব্যক্তি। দেশটির ওরোমিয়া অঞ্চলে সম্প্রতি মারা গেছেন এমন এক ব্যক্তির পরিবারের কাছে গিয়ে দাবি করলেন, তিনি মৃত ওই ব্যক্তিকে জীবিত করতে পারবেন। আধ্যাত্মিক গুরুর কথায় মৃতদেহ কবর থেকে তুলতে রাজি হয়ে গেলেন শোকাহত পরিবারটি।
মৃতদেহটি কবর থেকে তোলা হলে আধ্যাত্মিক গুরু আয়েলে ঠিক তার ওপর শুয়ে পড়ে চিৎকার করে বলতে থাকেন, ‘ওঠো, ওঠো’। কিন্তু তাতে মৃতদেহটি একটুও নড়লো না। এতে করে মৃতের স্বজনেরা ক্ষেপে গিয়ে আধ্যাত্মিক গুরু আয়েলেকে মারধর শুরু করেন। এমন ঘটনায় পুলিশ এসে আধ্যাত্মিক গুরুকে গ্রেফতার করে নিয়ে যায়।
স্থানীয় পুলিশ জানিয়েছেন, আয়েলে পেশায় একজন স্বাস্থ্যকর্মী।
এদিকে, এমন ঘটনার একটি ভিডিও ইথিওপিয়ার সামাজিক যোগাযোগের মাধ্যমে এখন ভাইরাল।