দর্পণ ডেস্ক : ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মা মারা গেছেন। শনিবার মহরাষ্ট্রের ওয়ালিব শহরে একটি সিরিয়ালের শুটিংয়ের সময় মেকআপ রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় , তুনিশা বেশ কিছুদিন ধরে চিন্তিত ছিলেন। মরদেহ উদ্ধারের পাঁচ ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে তিনি লিখেছিলেন, ‘যারা তাদের আবেগ দ্বারা চালিত, তারা থামে না।’
‘আলিবাবা: দাস্তান-ই কাবুল’ সিরিয়ালে নায়িকার চরিত্রে অভিনয় করতেন তুনিশা। এই সিরিয়ালের শুটিং স্পট থেকেই তার মরদেহ উদ্ধার হয়েছে। অতি চঞ্চল হাসিখুশি এই অভিনেত্রীর মৃত্যুর খবরে মুম্বাইয়ের ছোট পর্দার জগতে নেমেছে শোকের ছায়া ।
পুলিশ জানিয়েছে, খবর পেয়ে কক্ষের দরজা ভেঙে তুনিশার মরদেহ উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। তবে এর পেছনের কারণ জানা যায়নি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মহারাষ্ট্রের ভিওয়াড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.