ভারতে মুসলিম হ্যতা-নির্যাতন-নিপীড়ন, মসজিদে অগ্নিসংযোগ ও সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 

শুক্রবার সকাল সাড়ে ১১টায় স্থানীয় লঞ্চঘাট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি মঞ্চ মাঠে মিলিত হয়। পরে সেখানে মোনাজাত শেষে নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। 

এর আগে লঞ্চঘাট চত্বরে জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মুফতী হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আর.আই.এম অহিদুজ্জামানের সঞ্চালনায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা কাজী গোলাম সরোয়ার, কেন্দ্রীয় শ্রমিক আন্দোলনের যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, সদর উপজেলার সভাপতি আবুল হাসান বুখারী ও সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান মাস্টার, জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইলিয়াস আহমেদ হাবিব প্রমুখ।