অনলাইন ডেস্ক: ভারতের পুলিশ রবিবার নয়াদিল্লীতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাষ্ট্রীয় বাসভবনের সামনে একটি আঞ্চলিক পার্টির অবস্থান কর্মসূচি থেকে ২৪ আইনপ্রণেতাকে আটক করেছে। তেলেগু দেসাম পার্টি (টিডিপি)’র আইন প্রণেতারা দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা প্রদানের দাবিতে এই বিক্ষোভের ডাক দেন।
এক সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, ‘প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ করার জন্য আমরা টিডিপি’র আইনপ্রণেতাদের আটক করেছি। যদিও তাদের বিরুদ্ধে কোন মামলা করা হয়নি। আজকেই তাদের সকলকে ছেড়ে দেয়া হবে।’
দক্ষিণাঞ্চলীয় রাজ্যটিকে ‘বিশেষ মর্যাদা’ প্রদান করতে সরকার অস্বীকৃতি জানালে টিডিপি’র প্রধান ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু ক্ষুব্ধ হন। ২০১৪ সালে তেলেঙ্গানা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল।