অনলাইন ডেস্ক : মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বসত বাড়ির ফ্রিজ বিস্ফোরণের ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটেছে।

রাজনগর থানার সহকারী উপ-পরিদর্শক বিল্লাল হোসেন জানান, সদর ইউনিয়নের ভোজবল গ্রামের ওয়াছির মিয়ার বাড়িতে ফ্রিজ বিস্ফোরণ হলে অগ্নিদগ্ধে ঘটনাস্থলেই তার মেয়ে শাহিনা বেগম (২৪) নিহত হন। এসময় দগ্ধ হন তার স্ত্রী রোকেয়া বেগম (৫৫)। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে রোকেয়াও মারা যান।

তিনি আরও জানান, শাহিনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন ওয়াছির মিয়ার ছেলে মুন্না আজিজ (২৭)। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেয়া হচ্ছে।