মঙ্গলবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সন্ধ্যা সোয়া ৬টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত তানিশা চাদপুর জেলার মতলব থানার বাবুরপাড়া গ্রামের আবুল কালামের মেয়ে। তারা যাত্রাবাড়ী মৃধাবাড়ি জিয়া সরণীতে থাকত।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।