দর্পণ ডেস্ক : স্থানীয় সময় শনিবারে পেনসিলভানিয়ার পিটসবার্গ শহরের একটি উপাসনালয়ে বন্দুকধারীর গুলিতে অন্তত ৪ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

স্থানীয় পুলিশ চারজন নিহতের তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিবিএস এক প্রতিবেদনে তা জানানো হয়। এ ঘটনায় আরো অন্তত ১২ জন গুলিবিদ্ধ হয়েছেন, যাদের মধ্যে তিনজন পুলিশ সদস্য রয়েছেন। এই ঘটনা ঘটানোর পর বন্দুকধারী নিজে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে এবং তাকে মার্সি হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কী কারণে ওই ব্যক্তি গুলি চালিয়েছেন তা জানা যাইনি ।

টেলিভিশন ফুটেজে দেখা যায়, বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স এবং পুলিশের সোয়াট টিম এলাকা ঘিরে রেখেছে।