ছবি: ডেইলি বাংলাদেশ

ইউনিট পরিচিতি: চারটি অনুষদ এবং একটি ইনস্টিটিউড নিয়ে গঠিত এ ইউনিট। অনুষদ গুলো হলো- কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইস্টিটিউড।

কলা অনুষদ: এই অনুষদের অধীনে রয়েছে ১২টি বিভাগ। বিভাগগুলো হলো- দর্শন, ইতিহাস, ইংরেজি, বাংলা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, আরবি, ইসলামিক স্টাডিজ, নাট্যকলা, সঙ্গীত, ফারসি ভাষা ও সাহিত্য, সংস্কৃত এবং উর্দূ বিভাগ।

আইন অনুষদ: আইন অনুষদের অধীনে রয়েছে আইন বিভাগ এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগ।

সামাজিক বিজ্ঞান অনুষদ: এই অনুষদের অধীনে রয়েয়ে মোট ১০টি বিভাগ। যথা- অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকমর্, সমাজবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট, লোক প্রশাসন, নৃবিজ্ঞান, ফোকলোর এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ।

চারুকলা অনুষদ: এই অনুষদে রয়েছে ৩টি বিভাগ। যথা- চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র; মৃৎশিল্প ও ভাস্কর্য; এবং গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগ।

আবেদন যোগ্যতা ও আসন: চারটি অনুষদ ও একটি ইস্টিটিউডের অধীনে মোট বিভাগ রয়েছে ২৮টি। মোট আসন সংখ্যা ২০১৯টি। প্রাথমিক আবেদনের যোগ্যতা রাখা হয়েছিলো মানবিক বিভাগ থেকে সর্বনিম্ন জিপিএ-৩ করে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) জিপিএ ৭.০০। প্রাথমিক আবেদন থেকে চূড়ান্ত আবেদনের জন্য উত্তীর্ণ শিক্ষার্থী আবেদন করতে পারবে। চূড়ান্ত আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রশ্নের ধরণ: বহুনির্বাচনী প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের পরীক্ষায় এবার মোট ৮০টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে, সময় এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান ১.২৫। প্রতিটি ভুল উত্তরের ০.২০ করে নম্বর কাটা হবে। অর্থাৎ ৫টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষায় নূন্যতম পাস নম্বর ৪০।

মানবণ্টন: এ ইউনিট (কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট) এর বহুনির্বাচনি প্রশ্নপত্রে ক, খ, গ তিনটি অংশ থাকবে। এর মধ্যে (ক) বাংলা- ৩৫ নম্বর, (খ) ইংরেজি- ৩৫ নম্বর, (গ) সাধারণ জ্ঞান- ৩০ নম্বর। মোট ১০০ নম্বর।

কবে কখন পরীক্ষা: আগামী ২৬ জুলাই ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চারটি শিফটে (গ্রুপ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের (গ্রুপ-১) পরীক্ষা সকাল ৯টায় শুরু হয়ে শেষ হবে সকাল ১০টায়। দ্বিতীয় শিফট (গ্রুপ-২) শুরু বেলা ১১টা শেষ ১২ টায়, তৃতীয় শিফটের (গ্রুপ-৩) দুপুর ১টায় শুরু হয়ে শেষ হবে ২ টায় এবং চতুর্থ শিফট (গ্রুপ-৪) বিকেল সাড়ে ৩টায় শুরু হয়ে শেষ হবে সাড়ে ৪টায়।

মেধা তালিকা: এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের উপর কোনো মার্কস নাই। মোট একশ নম্বরের পরীক্ষায় যারা বেশি মার্কস পাবে তারাই মেধা তালিকায় এগিয়ে থাকবে। চার শিফটের (গ্রুপ) আলাদা আলাদা মেধা তালিকা প্রস্তুত করা হবে।