অনলাইন ডেস্ক :‘আমি ঘুমাচ্ছিলাম। ওই সময় একজন আমাকে ধর্ষণ করে। এতে আমি কুমারীত্ব হারাই।’ যে ধর্ষণ করেছিল, সে ছিল আমারই প্রেমিক।’
এভাবেই ধর্ষিত হওয়ার দুঃসহ যন্ত্রণার কথা জানালেন অভিনেত্রী অ্যামি শুমার। তখন তার বয়স ছিল ১৭ বছর।
যৌন নিপীড়নবিরোধী বহুল আলোচিত প্রচারণা #MeToo-এ অংশ নিয়ে নিজের জীবনের এই অভিজ্ঞতার কথা তুলে ধরেন ট্রেনরেক তারকা অ্যামি।
মার্কিন উপস্থাপক অপরা উইনফ্রেকে দেয়া সাক্ষাৎকারে সাবেক প্রেমিকের ধর্ষণের ঘটনা জানালেও তার নাম বলেননি অ্যামি।
তবে তিনি বলেন, ‘ওই ঘটনার পর ধর্ষক খুবই অনুশোচনা করেছিল। কিন্তু সে আমার সাবেক প্রেমিক, তাই তাকে ক্ষমা করে দিয়েছি। ’
তবে সাবেক প্রেমিককে ক্ষমা করলেও তা এখনও ভুলে যাননি অ্যামি শুমার। তিনি বলেন, ‘ওই ঘটনায় আমার খুব খারাপ লেগেছিল। আজও ভুলিনি। ’