নিজস্ব প্রতিবেদক
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বলেছেন, দেশের মানুষ আজ সুষ্ঠু নির্বাচন চায়। এটা ২০১৪ বা ২০১৮ সাল নয়, এটা ২০২৪ সালের নির্বাচন। আমরা আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনাকে গদি থেকে নামিয়ে ছাড়ব ইনশাআল্লাহ। ডান বামসহ চারদিকে থেকে লড়াই করে দাবি আদায় করেই ছাড়ব।
শুক্রবার (৩ নভেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত দলটির মহাসমাবেশে এসব কথা বলেন তিনি৷
ফয়জুল করিম বলেন, আমরা রক্তপাত চাই না। আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। আমরা মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার ফিরিয়ে দিতে চাই। অধিকার আদায়ের জন্য এ দেশের মানুষ স্বেচ্ছায় কারাবরণ করবে। মুক্তিযুদ্ধের চেতনার নামে আজকে সরকার ক্ষমতায় থাকতে চায়। আওয়ামী লীগের অধীনে কখনো সুষ্ঠু ভোট সম্ভব নয়।