প্রতীকী ছবি

রাজপথে মিছিল করে
মরেছে ভাষার জন্য 
রক্ত দিয়ে জীবন দিয়ে
এনেছে সোনার বর্ণ।

রক্তেমাখা সোনার বর্ণ
একুশে ফেব্রুয়ারি
ভাষাযুদ্ধে শহীদ হওয়া  
মিনার তাদের সারি। 

রক্তেমাখা সোনা বর্ণ 
করেছে যারা দান
জনম জনম মনে প্রাণে
গাইবো তাদের গান।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
এএ