-এ বি সানোয়ার হোসেন
তোমায় ছোঁয়ার মিছে ছুত;
তোমার ফিরার খোলা রক্ত রঙ্গীন আকাশ!
হৃদয় জানে হৃদয়ের বেদনা;
আমার জানালায় তোমায় দেখার মিথ্যে অভিলাষ।
প্রেমের মিশ্রণ লৌহ রক্ত কোণায়;
হৃদয়ের মাঝে রক্তের প্রতিটা চক্রঘাত!
ভেসে উঠ হৃদয়ের আকাশ জুড়ে;
তোমার প্রেমের আকাশ জুড়ে, ভাসা’ই
একশত লাল বেলুন, দুঃখ মুঠো রাশ।
লাল প্রেমের জন্ম প্রতিটা রক্ত কোণায়;
প্রেমের বিচরণ দেহ ভাগে,রক্তের প্রবাহ যতটুকু জুড়ে হয়!
হঠাৎ প্রেমের আকাশে যদি নীল মেঘ ভেসে যায়;
সেদিন শরীর করবে বিষাক্ত রক্ত পান।
হৃদয়ের মৃত্যু, সেদিন হৃৎপিন্ড বন্ধ অনিবার্য;
রক্তকণা জমাট হবে, আমি হব নিস্তব্ধ!
সেদিন শরীর জুড়ে কালো জমাট রক্তের মাঝেও –
যেন লিখা রয় প্রেম ভালোবাসা মহাসত্য।