চট্টগ্রামে টানা অভিযান চালিয়ে রফতানি পণ্য চুরি করে এমন চোর চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি করা ৪ হাজার ৬৫৭ পিস শার্ট ও ১ হাজার ৫২০ পিস প্যান্ট উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মো. সুমন (৩১), মো. ইউসুফ (৩৫), মো. তাজুল ইসলাম হাসান (২২), মো. রুবেল হোসেন (২০), মো. সুমন (১৯), মো. বোরহান (২৬), মো. নুরু নবী প্রকাশ সোহাগ (৪০), মো. মাসুদ (৩০), মো. মাহাবুবর রহমান প্রকাশ শাওন (৩২) ও মো. সাইফুল ইসলাম প্রকাশ রিপন (২৩)। শনিবার তাদের গ্রেফতারের বিষয়টি জানিয়েছে সিএমপি’র ইপিজেড থানা পুলিশ।
সিএমপি বন্দর জোনের অতিরিক্ত উপ-কমিশনার আরেফিন জুয়েল বলেন, গ্রেফতারকৃত রফতানি চোর চক্রের সদস্যরা হেলপার সেজে বিভিন্ন কাভার্ডভ্যানে হেলপারের চাকরি নেয়। পণ্য পরিবহনের সময় কৌশলে তারা কাভার্ডভ্যান থেকে তা চুরি করে। ইপিজেড থানার সামনে কাভার্ড ভ্যান থেকে পণ্য চুরি করার সময় একজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের গ্রেফতার করা হয়।