পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালীর সোনার চর সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় অবরোধ নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরার অপরাধে ৬৪ জেলেসহ ৮টি মাছ ধরা ট্রলার, চার লাখ মিটার জাল ও বিভিন্ন প্রজাতির প্রায় পাঁচ মন মাছ জব্দ করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। মঙ্গলবার সন্ধ্যার দিকে এএসআই কামরুলের নেতৃত্বে নৌ-পুলিশের একটি দল তাদের আটক করেছে।
পরবর্তীতে ভ্রাম্যমান আদালত কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার উপস্থিতে ট্রলার মালিকদের কাছ থেকে ২ লক্ষ ১৩ হাজার টাকা অর্থদন্ড আদায় করেছে। ভবিষ্যতে অবরোধকালীন সময়ে আর কোনদিন আইন অমান্য করে মাছ ধরবে না এরূপ মুচলেকা রেখে আটক জেলেদের ছেড়ে দেয়া হয়েছে। জব্দকৃত মাছ মহিপুর এলাকার দ:ুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।