দর্পণ রিপোর্ট: ঢাকায় বসবাসরত পটুয়াখালী জেলাবাসীদের নিয়ে জাতীয় প্রেসক্লাবে তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হলো পটুয়াখালী উৎসব-২০২১, গুণীজন সম্মাননা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা। ৩ ডিসেম্বর ২০২১ শুক্রবার বিকাল থেকে শুরু হয়ে রাত অবধি জাতীয় প্রেস ক্লাব অডিটরিয়ামে জমকালো এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ)।
দক্ষিনাঞ্চলের সাগরবিধৌত এক সময়ের অবহেলিত পটুয়াখালী জেলা সর্বক্ষেত্রে বর্তমান সরকারের ব্যাপক উন্নয়নের ছোঁয়ায় এখন বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোন হিসেবে বিবেচিত বলে মত প্রকাশ করেন অনুষ্ঠানে আগত জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিবর্গ। তারা সাংবাদিক সংগঠন পিজেএফ এর নিজ জেলার উন্নয়ন ভাবনা নিয়ে এরকম বৃহৎ কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং এই সংগঠনের মাধ্যমে পটুয়াখালীর উন্নয়নে তাদের সহায়তা করার আগ্রহ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রেস কাউন্সি এর চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা, আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান, সিআইপি, গণ অধিকার পরিষদের সদস্য সচিব ভিপি নুরুল হক নূর, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিএফইউজে’র মহাসচিব নুরুল আমিন রোকন, বিএফইউজে’র যুগ্ম মহাসচিব শেখ মামুন অর রশিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, সাবেক সভাপতি আবু জাফর সুর্য, ডিআরইউ নবনির্বাচিত সভাপতি নজর“ল ইসলাম মিঠু, বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জিয়া প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ডিআরইউ’র সাধারণ সম্পাদক, সাব এডিটরস কাউন্সিল এর সভাপতি ও সাধারণ সম্পাদক, অন্যান্য বিশিষ্ট রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক নেতৃবৃন্দ ও সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
প্রেস কাউন্সি এর চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম পিজেএফ এর এরকম ভাল উদ্যোগের সাথে তার সহযোগীতা থাকবে বলে জানান।
প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী একটি জেলার সাংবাদিকদের এমন সুন্দর কাজের জন্য ফোরামের সকলকে ধন্যবাদ জানান এবং তিনি যে কোন প্রয়োজনে পাশে থাকবেন বলে জানান।
পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা তার বক্তব্যে বলেন, পিজেএফ এর বিভিন্ন অনুষ্ঠানে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পূর্বেও অংশগ্রহণ করেছেন। পিজেএফ এর প্রতি তার আন্তরিকতা সব সময়ই ছিল ভবিষ্যতেও যেকোন প্রয়োজনে তিনি পাশে থাকবেন।
আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন তার বক্তব্যে বলেন পিজেএফ এর প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম হাসান আরেফিন তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। পিজেএফ এর সকল কর্মকান্ডে তিনি বরাবরই সহযোগিতা করেছেন, যে কোন প্রয়োজনে তাকেএই ফোরামের পাশে পাওয়া যাবে।
বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান, সিআইপি তার বক্তব্যে পটুয়াখালী জেলায় তার অর্থায়নে ভবিষ্যতে বেশ কিছু উন্নয়নমূলক সামাজিক কাজ করবেন বলে জানান এবং সেসব কাজে পিজেএফকে তিনি সম্পৃক্ত করার আগ্রহ প্রকাশ করেন। এছাড়া পিজেএফ এর ভবিষ্যত কর্মকান্ডে তার সহযোগীতা অব্যাহত থাকবে বলে জানান।
গণ অধিকার পরিষদের সদস্য সচিব ভিপি নুরুল হক নূরও পিজেএফ এর সাখে সব সময় সম্পৃক্ত ছিলেন বলে জানান।
ফোরামের সভাপতি আ স ম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইখুল ইসলাম উজ্জ্বল।
ফোরামের পক্ষ থেকে বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক ও সংগঠনের সহ-সভাপতি মো. মজিবুর রহমান, সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক হরলাল রায় সাগর, বাংলাভিশনের বার্তা সম্পাদক বদরুল আমিন নাবিল, আকন আব্দুল মান্নান, মোহাম্মদ রুহুল আমিন।
উৎসব উপলক্ষে প্রকাশিত স্বরণিকার মোড়ক উম্মোচন করেন অতিথিবৃন্দ।
পিজেএফ সদস্যদের সন্তানদের মধ্যে কৃতী শিক্ষার্থীদেরকে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। ফোরামের সদস্যদের উপহার প্রদান, পরিবারবর্গ ও অতিথিদের নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।