ফাইল ফটো

সোমবার সকাল পৌনে ১১টায় দক্ষিণ বনশ্রীর ১২/৫ নম্বর রোডে জুতার কারখানায় এ আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল পৌনে ১১টায় আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরো ৩টি ইউনিট যুক্ত হয়।

এদিকে এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।