ঢাকা: বিএনপি আজ সোমবার (৩১ জুলাই) রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগর ও জেলা সদরে জনসমাবেশ করবে।

বিএনপির এর আগের কর্মসূচিগুলোতে পাল্টা কর্মসূচি দিলেও আজ ওই ধরনের কোনো আয়োজন নেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের।

তবে তারা মহানগরীর সব থানা ও ওয়ার্ডে সতর্ক অবস্থানে থাকবে। এমন পরিস্থিতিতে আজ বিএনপি ও আওয়ামী লীগ মুখোমুখি অবস্থানে বলা যায়।

গত শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আজকের জনসমাবেশের ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।