রিয়াদ হোসেন রুবেল, রাজবাড়ী : রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীর ৭ নম্বর ফেরিঘাট এলাকা থেকে জেলের জালে ২০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।
সোমবার (২২ আগস্ট) ভোরে অন্তর মোড়ের জেলে জমির ও মমিন হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জমির ও মমিন হালদার জানান, প্রতিদিনের মতো রবিবার রাতে পদ্মা নদীতে তাদের সহযোগীদের নিয়ে মাছ ধরতে যান। রাতে কোনো মাছ পাননি। তারপরও নদীতে জাল ফেলে বসে থাকেন। ভোরে জাল টেনে তুলতেই দেখেন, বড় একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। সকাল ৮টার দিকে বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের রওশন মোল্লার আড়তে নিয়ে আসেন। দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ মাছটি উন্মুক্ত নিলামে কিনে নেন।
শাহজাহান শেখ বলেন, ‘উন্মক্ত নিলামে ১১শ’ টাকা কেজি দরে মোট ২২ হাজার টাকায় কিনেছি। আমার আড়ৎ ঘরে এনে ঢাকার এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজি ১১৫০ টাকা দরে মোট ২৩ হাজার টাকায় বিক্রি করে দিয়েছি।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.