মো: আ: রশীদ হাওলাদার, পটুয়াখালী জেলা প্রতিনিধি: ঢাকায় দুই বাসের চাপায় ডান হাত হারানো তিতুমীর কলেজের এতিম মেধাবী ছাত্র রাজীবের মরদেহ আজ বুধবার রাত পৌনে ২ টার দিকে পটুয়াখালীর বাউফলের গ্রামের বাড়ীতে পৌছায়। দুপুরে হাইকোর্ট প্রাঙ্গনে প্রথম নামাজের জানাজা শেষে বিকালে পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসে রাজীবের লাশবাহী গাড়ী। গ্রামে লাশ পৌছার পরই চলছে শোকের মাতম।
বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানিয়েছেন, আজ সকাল সোয়া ৯ টায় বাউফলের পাবলিক মাঠে শেষ নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। চীফ হুইপ আসম ফিরোজ এমপি, পটুয়াখালী জেলা প্রশাসক ড, মাছুমুর রহমান, পুলিশ সুপার মইনুল হাসান, রাজীবের ছোট দুই ভাই মেহেদী ও আব্দুল্লাহ সহ সর্বস্তরের হাজারো মানুষ জানাজায় অংশ নেয়। পরে সাড়ে ৯টায় উপজেলা সদরের দাসপাড়া গ্রামের নানা হাচন চৌকিদার বাড়ীতে তৃতীয় জানাজা শেষে নানা ও মায়ের কবরের পাশে রাজীবের লাশ দাফন সম্পন্ন করা হয়।
গত ৩ এপ্রিল ঢাকায় দুই বাসের বেপরোয়া চালনার প্রতিযোগিতার মাঝে চাপা পড়ে রাজীব। তার ডান হাত হারিয়ে মস্তিস্কে রক্তক্ষরন দেখা দিলে মেডিকেল কলেজ হাসপাতালে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে চিকিৎসার দায়িত্ব নেয়া হয়। তবুও বাচাঁনো গেলো না বাবা মা হারা এতিম মেধাবী ছাত্র রাজীবকে। দীর্ঘ ১৪ দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে সবার সব চেষ্টাকে হার মানিয়ে ১৬ এপ্রিল রাতে দুনিয়ার সব মায়া ত্যাগ করে চলে যান না ফেরার দেশে। রাজীবের মর্মান্তিক ও বেদনাদায়ক অকাল মৃত্যুতে দেশবাসী অত্যন্ত শোকাহত হয়ে পড়ে।