অনলাইন ডেস্ক : নিজেকে সবসময় ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মার সাবেক প্রেমিকা বলে দাবি করেন। শুধু তাই নয়, খোলামেলা পোশাক, সন্ন্যাস জীবন প্রভৃতি নানা কারণেই বারবার খবরের শিরোনামে থাকেন ভারতের মডেল সোফিয়া হায়াত। এবারও খবরের শিরোনামে তিনি। এবার সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তির সঙ্গে চ্যাটের পরিপ্রেক্ষিতে শিরোনামে এলেন সোফিয়া।
ভারতীয় শীর্ষস্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, অত্যন্ত কুরুচিকর এক ইঙ্গিত দিয়ে পোস্ট করা হয়েছিল বিখ্যাত ক্রিকেটারের সাবেক এই বান্ধবীকে। ইনস্টাগ্রামে আবিদ হুসেইন নামে এক ব্যক্তি সোফিয়াকে প্রশ্ন করেন, ‘আপনার এক রাতের রেট কত?’
জবাবে সোফিয়া কড়া ভাষায় তাকে বলেন, ‘প্রথমে আপনার মা, তার পর বোন, তার পর স্ত্রীকে প্রশ্ন করুন। তারা আপনাকে রেট বলবেন।’
সোফিয়ার এই কড়া জবাবের পর আবিদ লেখেন, ‘ওরা (মা, বোন, স্ত্রী) আপনার মতো শরীর দেখান না।’ পাল্টা জবাব দেন সোফিয়া। থামিয়ে দেন সেই প্রশ্নকর্তাকে।
এর আগে অতীতে সোফিয়া হায়াতের নানা পোস্ট নিয়ে সোশ্যাল সাইট তোলপাড় তোলপাড় হয়েছিল। সে সময় অনেকেই তার সমালোচনা করলেও জবাবে কিছু বলেননি তিনি। এবার আবিদ হুসেইনের বক্তব্যে প্রচণ্ড রেগে যান সোফিয়া। সমুচিত জবাব দিয়ে থামিয়ে দেন তাকে।