২০২০-২১ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীরা। ছবি: ডেইলি বাংলাদেশ

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. বাবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাথমিক আবেদন থেকে উচ্চ মাধ্যমিক ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের চূড়ান্ত আবেদন আজ (বুধবার) দুপুর ১২টা থেকে শুরু হয়েছে। এই আবেদন প্রক্রিয়া আগামী ২৮ জুন পর্যন্ত চলবে।

এদিকে চূড়ান্ত আবেদন তিনটি পর্যায়ে সম্পন্ন করা হবে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন থেকে এইচএসসি পরীক্ষার ভিত্তিতে চূড়ান্ত আবেদনকারী নির্বাচন করা হয়েছে। প্রথম পর্যায়ে নির্বাচিতদের চূড়ান্ত আবেদন আজ বুধবার দুপুর ১২টা থেকে শুরু হয়ে চলবে আগামী ২১ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এছাড়া দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হবে ২২ জুন দুপুর ২টা থেকে, চলবে ২৫ জুন বিকাল ৬টা পর্যন্ত (সিট খালি থাকা সাপেক্ষে)। তৃতীয় পর্যায়ের আবেদন শুরু হবে ২৬ জুন দুপুর ২টা থেকে চলবে ২৮ জুন রাত ১২টা পর্যন্ত (সিট খালি থাকা সাপেক্ষে)।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, তিনটি পর্যায়ে চূড়ান্ত আবেদন গ্রহণ করা হবে। যে কোন পর্যায়ের জন্য নির্বাচিত প্রার্থীকে অবশ্যই সেই পর্যায়ের নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। পরবর্তীতে আবেদনের কোনো সুযোগ থাকবে না।

আগেই জানানো হয়েছে, এবার তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটে ৭২ হাজার শিক্ষার্থী পরীক্ষা দেয়ার সুযোগ পাবে। সেই হিসেবে প্রথম পর্যায়ের চূড়ান্ত আবেদনের জন্য মনোনিত শিক্ষার্থী থেকে যদি ৭২ হাজার পূর্ণ হয়ে যায়, তাহলে আর দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে আবেদনের সুযোগ দেয়া হবে না।

এর আগে গত ২৫ মে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হয়। যা শেষ হয় গত ৯ জুন। তিনটি ইউনিট মিলে প্রাথমিক আবেদন করেছিলো ৩ লাখ ৯৮ হাজার শিক্ষার্থী। এর মধ্যে এ ইউনিটে আবেদন করে ১ লাখ ৪৫ হাজার, বি ইউনিটে ১ লাখ ৩ হাজার এবং সি ইউনিটে ১ লাখ ৫০ হাজার শিক্ষার্থী।

প্রসঙ্গত, এবারের ভর্তি পরীক্ষা আগামী ২৫-২৭ জুলাই অনুষ্ঠিত হবে। আগামী ২৫ জুলাই ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ২৬ জুলাই ‘এ’ ইউনিট (মানবিক), ২৭ জুলাই ‘বি’ ইউনিট (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটে ৭২ হাজার শিক্ষার্থী পরীক্ষা দেয়ার সুযোগ পাবে।