অনলাইন ডেস্ক : স্পেনের বিশ্বকাপ যাত্রা থেমে যায় শেষ ষোলোয় রাশিয়ার কাছে হেরে। হতাশায় ভুগছিলেন সের্গিও রামোস। এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই রিয়াল মাদ্রিদ তারকা। দেশে ফিরেই দীর্ঘদিনের বান্ধবী পিলার রুবিওকে বিয়ের প্রস্তাব দিয়েছেন রামোস। রাজি হয়েছেন রুবি।

রামোসের বান্ধবী পেশায় একজন টিভি উপস্থাপক। ২০১২ সাল থেকে চুটিয়ে প্রেম করছেন রুবি ও রামোস। রামোসের প্রেমিকা তার চেয়ে বয়সে আট বছরের বড়। ইতিমধ্যে তিন সন্তানের বাবা-মা হয়েছেন তারা।

সোমবার নৈশভোজে ৪০ বছর বয়সী রুবিওকে বিয়ের প্রস্তাব দেন রামোস। হ্যাঁসূচক উত্তর পেয়ে দারুণ উচ্ছ্বসিত রিয়াল মাদ্রিদের ৩২ বছর বয়সী স্প্যানিশ তারকা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আংটি বদলের দুটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘সে হ্যাঁ বলেছে। ভালোবাসি সবসময়।’

একটি ছবিতে দেখা যায় বাগদানের আংটিতে চুমু খাচ্ছেন রামোস। সেই ছবি ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। রামোসের বান্ধবীও নিজের আইডি থেকে একই ধরনের পোস্ট করে লিখেছে, ‘আমি রাজি হয়েছি। আমি তোমাকে ভালোবাসি চিরদিন।’