নিজস্ব প্রতিবেদক:

দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের সাফল্যের গল্প শুনিয়ে এসেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৯ জুন) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন রাষ্ট্রপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে গিয়ে নিজেদের কর্মকাণ্ড তুলে ধরে।

এরপর নির্বাচন ভবনে ফিরে এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

জ্যেষ্ঠ এ নির্বাচন কমিশনার বলেন, রাষ্ট্রপতির সঙ্গে এটাই ছিল আমাদের প্রথম সাক্ষাৎ। আমরা তাকে আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন জ্ঞাপন করার জন্য গিয়েছিলাম। এ সাক্ষাৎটা ছিল শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ। তবে আমরা আমাদের গত ১৬ মাসের কর্মকাণ্ড তার কাছে উপস্থাপন করেছিলাম। আমরা বলেছি কতটা আমরা নির্বাচন পরিচালনা করেছি, কীভাবে করেছি ও আমাদের যে সাকসেস স্টোরি (সফলতার গল্প), সেটাও তাকে বলেছি। রাষ্ট্রপতি তাতে তার সন্তুষ্টি প্রকাশ করেছেন।