দর্পণ ডেস্ক : সাবেক ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড় আইসিসির হল অফ ফেমে জায়গা করে নিয়েছেন। ‘দ্য ওয়াল’ রাহুল দ্রাবিড় পঞ্চম ভারতীয় হিসেবে এই স্বীকৃতি পেলেন। তিরুবনন্তপুরমে ভারত–ওয়েস্ট ইন্ডিজ পঞ্চম ওয়ানডে ম্যাচের আগে দ্রাবিড়কে সম্মানিত করা হয়।

বৃহস্পতিবার তিরুবনন্তপুরমে গ্রিন ফিল্ড স্টেডিয়ামে দ্রাবিড়ের হাতে স্মারক তুলে দেন সুনীল গাভাস্কার। গাভাস্কারের হাত থেকে স্মারক নিয়ে কান্না জড়িত কণ্ঠে দ্রাবিড় বলেছেন, ‘আইসিসির ক্রিকেট হল অফ ফেমে আমার নাম নিঃসন্দেহে বিরাট সম্মানের ব্যাপার। সর্বকালের সেরাদের তালিকায় নিজের নাম দেখা স্বপ্নের মতোই। তাদের সবার কাছে কৃতজ্ঞ যাদের সঙ্গে খেলেছি, ক্রিকেট জীবনে যাদের সাহায্য পেয়েছি, এই স্বীকৃতির সবচেয়ে বড় তৃপ্তি হলো, আমি ভারতীয় ক্রিকেটের সাফল্যে এবং সামগ্রিকভাবে ক্রিকেটের ইতিহাসে নিজের অবদান রাখতে পেরেছি।
এর অগে যে চারজন ভারতীয়ের এই তালিকায় নাম রয়েছে তারা হলেন, সুনীল গাভাস্কার, বিষান সিং বেদি, কপিল দেব এবং অনিল কুম্বলে।