পিযূষ হীরা, ফুলতলা(খুলনা) প্রতিনিধি:  আদনান সানি বাবু নামে আট বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বাধাল গ্রামে এ হত্যাকান্ড ঘটে। রাত ১২টার দিকে ঝুরঝরিয়া খাল পাড়ের ঝিলে ঘাট নামক স্থান থেকে মাটিতে পোতা অবস্থায় আদনানের লাশ উদ্ধার করেন নিহতের পিতা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৫ জনকে আটক করেছে। নিহত আদনান ওই গ্রামের মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে। সে স্থানীয় কওমি য়াকারিনিয়া মাদরাসার প্রথম শ্রেণীর ছাত্র ছিলো।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে আদনান সানি বাবু নিখোঁজ হয়। পরিবারে লোকজন বিভিন্ন স্থানে তাকে খোঁজখুজির এক পর্যায়ে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ অদুরে ঝুরঝুরে খালের পাড়ে ঝিলে ঘাট নামক স্থানে মাটিতে পোতা অবস্থায় আদনানের মৃতদেহ উদ্ধার করে নিহতের পিতাসহ স্বজনরা । এসময় নিহতের মুখের ভিতর থেকে গলা পর্যন্ত কঁচা গাছের ডাল ঢুকানো ও ঘাড় মটকানো ছিলো । দেহের বিভিন্ন স্থানে রয়েছে আঘাতের চিহ্ন। নির্মম নির্যাতন ও আঘাতে বেরিয়ে গেছে মাথার ঘিলু। পরে রূপসা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। তবে কি কারণে কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি ।
এদিকে ঘটনা স্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতিপ্রাপ্ত পুলিশ সুপার) মো: আনিচুর রহমান। তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী তথ্য জানানো যাবে।