অনলাইন ডেস্ক : রেসলিং বেল্ট জিততে হলে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট বা ডব্লুডব্লুই জয়ী হতে হয়। রেসলিংয়ের রিংয়ে নেমে অনেক মারপিট করে প্রতিপক্ষকে পরাস্ত করতে হয়। কিন্তু রেসলিংয়ের রিংয়ে না নেমেও একটি রেসলিং বেল্ট ট্রফি অর্জন করেছে রিয়াল মাদ্রিদ। বিগত বছরগুলোর অর্জনের জন্য রিয়াল মাদ্রিদকে সম্মানসূচক শিরোপা বা বেল্ট তুলে দিয়েছে রেসলিং খেলার জনপ্রিয় প্রদর্শনী সংস্থা ডব্লিউডব্লিউই।

ডব্লিউডব্লিউই’র লিজেন্ড পল মাইকেল লেভেস্কুয়ে বা ‘ট্রিপল এইচ’ রিয়াল মাদ্রিদের কাছে সম্মানসূচক বেল্ট হস্তান্তর করেন। এর আগে তিনি চেলসি, ম্যানচেস্টার সিটি, সেরেনা উইলিয়ামস, বোকা জুনিয়র্সের মতো বিখ্যাত ক্লাব ও অ্যাথলেটদের কাছে সম্মাননা তুলে দিয়েছিলেন।

রিয়ালের জন্য বিশেষভাবে বানানো এই বেল্টের মাঝখানে ডব্লুডব্লুইর সেই বিখ্যাত লোগো। আর তার দুই পাশে ক্লাবটির লোগো জুড়ে দেওয়া হয়েছে। আর সেই বেল্টের ছবি ট্রিপল এইচ-এর পেজ থেকে টুইট করে লেখা হয়েছে, ‘টানা তিনবার চ্যাম্পিয়নস লিগ জেতার পর রিয়ালের সময় হয়েছে ডব্লুডব্লুই চ্যাম্পিয়নের মতো উদ্‌যাপন করার। #হালা মাদ্রিদ।’