অনলাইন ডেস্ক : দুজনে দু’মেরুর তারকা। একজন হলেন পর্তুগালের সি-আর সেভেন খ্যাত ক্রিশ্চিয়ানা রোনালদোর বান্ধবী জর্জিনা রুদ্রিগেজ ও অন্যজন হলেন ভারতীয় ক্রিকেটের সেনশেসন বিরাট কোহলির স্ত্রী ও বলিউড অভিনেত্রী অানুশকা শর্মা।
কোথাও গিয়ে একই বিন্দুতে মিশলেন তারা। সেবার বিরাট কোহলির স্ত্রীকে যা যা সহ্য করতে হয়েছিল ঠিক তা এবার হজম করতে হল ক্রিশ্চিয়ানো রোনালদোর বান্ধবীকে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিরাটের ব্যাটিং দেখতে মাঠে হাজির হয়েছিলেন আনুশকা শর্মা। দুর্ভাগ্যক্রমে সেই ম্যাচে রান পাননি বিরাট। ব্যস, বিরাট ভক্তদের যাবতীয় রাগ-ক্ষোভ গিয়ে পড়ে আনুশকার উপর। তাকে ‘আনলাকি’ বলেছিল সমর্থকরা। একই ঘটনা এবার রোনালদোর বান্ধবীর ক্ষেত্রেও ঘটলো। বিশ্বকাপ থেকে পর্তুগালের বাজেভাবে ছিটকে যাওয়াও সমর্থকরা তা মেনে নিতে পারে নি। আর এর প্রভাব পরে জর্জিনার উপর।
উরুগুয়ের বিরুদ্ধে পর্তুগাল হারার পর থেকেই কিছু সমর্থকের বিদ্রুপের শিকার হোন জর্জিনা। তাকে ব্যঙ্গ করে এক সমর্থক লিখলেন, ‘তোমার বয়ফ্রেন্ড তো এবার বাড়ির পথে। বাই বাই!’ আরেকজন এক ধাপ এগিয়ে লিখলেন, ‘ম্যাচ দেখতে যাওয়াটাই তোমার সব থেকে বড় ভুল। তুমি আনলাকি।’সূত্র: জি-নিউজ